সালমান খানের সাজা স্থগিতের শুনানি ১৭ জুলাই পর্যন্ত স্থগিত
বিনোদন ডেস্ক : বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নিম্ন আদালতের পাঁচ বছরের কারাদণ্ডকে চ্যালেঞ্জ করে বলিউড অভিনেতা সালমান খানের আবেদনের শুনানি ১৭ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
সোমবার রাজস্থানের যোধপুর জেলা ও দায়রা আদালতের বিচারপতি চন্দ্রকুমার সঙ্গারা এ আদেশ দেন।
সালমানের আইনজীবী মহেশ বরা সময় আবেদন করলে আদালত শুনানি স্থগিত করে দেন।
এ সময় এজলাশে উপস্থিত ছিলেন সালমান খান। শুনানি স্থগিতের আদেশ দেয়ার পর আদালত ছেড়ে চলে যান তিনি।
শুনানিতে অংশ নিতে রোববার মুম্বাই থেকে যোধপুর পৌঁছান সালমান। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা।
১৯৯৮ সালের ১ অক্টোবর রাতে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ের ফাঁকে সালমান খান, সাইফ আলী খান, টাবু, নীলম ও সোনালি বেন্দ্রের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার হত্যার অভিযোগ ওঠে।
এ মামলায় ৫ এপ্রিল সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এর পর দুই রাত যোধপুরের কারাগারে কাটিয়ে তিনি জামিনে মুক্তি পান।