বুধবার, ৯ই মে, ২০১৮ ইং ২৬শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

রমজানে অফিস সময় ৯টা থেকে ৩:৩০টা

ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, রমজান মাসে মানুষের চলাচলের সুবিধার্থে অফিস সময় দেড় ঘণ্টা কমানো হয়েছে। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে।

মোহাম্মদ শফিউল আলম আরো বলেন, রমজানে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে। মাঝে ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ পর্যন্ত বিরতি থাকবে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ মে রোজা শুরু হতে পারে। রাইজিং বিডি

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ২১ জনের

পুতিনকে টপকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শি জিং পিং

গণিত ও ইংরেজির উপর জোর দিতে হবে

১০ মে-তেই মহাকাশে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট

আবারো শুল্ক ছাড়াই ট্রান্সশিপমেন্ট সুবিধা নিচ্ছে ভারত

গাজীপুর সিটি নির্বাচনের বিষয়ে শুনানি বুধবার