সিরিয়ার নতুন হামলার হুমকি দিলেন এরদোগান
সিরিয়ার অভ্যন্তরে লুকিয়ে থাকা বিভিন্ন সন্ত্রাসীগোষ্ঠিকে দমন এবং পিকেকে গেরিলাদের নিমূর্ল করতে নতুন হামলার হুমকি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এরদোগান বলেছেন, অলিভ ব্রাঞ্চ, ইউফ্রেটিস শিল্ড অভিযানের আদলে নতুন সেনা অভিযান শুরু করা হবে এবং তুরস্কের সকল সীমান্তবর্তী এলাকা সন্ত্রাসীমুক্ত করা হবে।
ইস্তাম্বুলে একে (জাস্টিজ এ্যান্ড ডেভেলপমেন্ট) পার্টির এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় এরদোগান বলেন, সিরিয়ার আইনুল আরব , হাসাকা এবং ইরাকের সিনজার এবং কিনদিলের শেষ সন্ত্রাসীকে খতম করার পর্যন্ত আমরা যুদ্ধ অব্যাহত রাখব। আমাদের সাহসী সেনারা নতুন অভিযানের জন্য প্রস্তুত রয়েছে।
এরদোগান বলেন, তুরস্কের নিরাপত্তা এবং সার্বভৌমত্ত সবার আগে। আগামী নির্বাচনে তিনি জয়ী হলে দেশের অভ্যন্তরে এবং বাইরে সন্ত্রাসীদের নির্মূল অব্যাহত রাখবেন। সূত্র : আনাদোলু এজেন্সি