বুধবার, ৯ই মে, ২০১৮ ইং ২৬শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

নিজের শেষকৃত্যানুষ্ঠানে ওবামা-বুশকে চান ম্যাককেইন, ট্রাম্পকে নয়

ব্রেন ক্যান্সারের সঙ্গে লড়ছেন যুক্তরাষ্ট্রের আরিজনার সিনেটর ও সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন। তিনি তার শেষকৃত্যানুষ্ঠানের পরিকল্পনা করছেন এবং আশা করছেন ওই অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ উপস্থিত থাকবেন। গত বছর জুলাই মাসে ৮১ বছরের ম্যাককেইনের ব্রেন ক্যান্সার ধরা পড়ে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসকরা তাকে ব্রেন টিউমরের কথা জানান। ম্যাককেইনের ব্রেন ক্যান্সারের যে অবস্থা তাতে ২/১ বছর তিনি বেঁচে থাকবেন এমন আশা করছেন চিকিৎসকরা।

এদিকে সিএনএন জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ওবামা ও বুশ দুজনকেই ইতিমধ্যে ম্যাককেইন তার শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। এমনকি ম্যাককেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে তার শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত না থাকার জন্যে অনুরোধ করেছেন। নিউইয়র্ক টাইমস বলছে, ম্যাককেইন চান প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধিত্ব বরং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স করুক। প্রখ্যাত এই আইন প্রণেতা ৩১ বছর ধরে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালে ম্যাককেইন ট্রাম্পের মধ্যে মতপার্থক্য দেখা যায়। এ ব্যাপারে বিস্তারিত তিনি তার ‘দি রেস্টলেস ওয়েভ’ বইতে লিখেছেন যা এ মাসের শেষে বাজারে আসছে। তার অডিও স্মৃতিকথায় এও বলেছেন, ‘আমি জানিনা আর কতদিন বেঁচে থাকব।’ গত কয়েক মাস থেকে তাকে নিয়মিত থেরাপি নিতে হচ্ছে। ইসরায়েল ন্যাশনাল নিউজ

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ভারতে ‘অবৈধ বাংলাদেশিদের’ ওয়ার্ক পারমিট দেবার প্রস্তাব

মমতার বাড়ির সামনে বোমাতঙ্ক

মালয়েশিয়ায় ভোট দিতে গিয়ে দুইজনের মৃত্যু

ইরানের সাথে পরমাণু চুক্তিতে আসলে কী আছে?

ইসরাইলের দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সিরিয়ার

ফ্রান্সের বুদ্ধিজীবীদের এক হাত নিলেন এরদোয়ান!