কোন প্রার্থীই অলৌকিকভাবে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে পারবে না : মিশেল ওবামা
সাবেক মার্কিন ফার্ষ্ট লেডি মিশেল ওবামা যুক্তরাষ্ট্রকে রক্ষায় কোন অলৌকিক প্রার্থীর প্রত্যাশা না করতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। লস এঞ্জেলেসে শনিবার যুক্তরাষ্ট্র নারী সম্মেলনে ৫৪ বছর বয়সী এই সাবেক ফার্ষ্ট লেডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন। অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার নারী দর্শক বিপুল করতালিতে তাকে স্বাগত জানায়।
অনুষ্ঠানে বক্তৃতাকালে আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা হবার বিষয়টি নাকচ করে দেন মিশেল। অনেকেই ধারণা করছিলো মিশেল ওবামা হয়তো আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন।
মিশেল বলেন ‘এটা কোন বিষয় নয় কে নির্বাচনে প্রার্থী হলো। আমাদের রক্ষায় আমরা কোন একক ব্যক্তির জন্য অপেক্ষা করবো না। আমরা বারাক ওবামাকে ভোট দিয়েছিলাম, কিন্তু তিনি বর্ণবিদ্বেষ থামাতে পারেন নি।’
মিশেল নারীর ক্ষমতায়নে ঘরে বাইরে কাজ করতে নারীদের প্রতি আহ্বান জানান। গত ১৪ ফেব্রুয়ারীতে ফ্লোরিডার একটি স্কুলে অস্ত্রধারীর হামলায় ১৭ জন নিহত হবার পর মার্কিন তরুণরা যুক্তরাষ্টের অস্ত্র আইনের বিরুদ্ধে যে আন্দোলন করে তাদের প্রতিও শ্রদ্ধা ও সমর্থন জানান মিশেল ওবামা। এএফপি