বুধবার, ৯ই মে, ২০১৮ ইং ২৬শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

মজাদার আমের পুডিং

আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে মজাদার আমের পুডিং। অন্যান্য পুডিং থেকে এই পুডিংয়ের স্বাদটা একটু আলাদা। এটা খেতে অসাধারণ হয়। চলুন, দেখে নিন কীভাবে বানাবেন আমের পুডিং।

উপকরণ

(১) ডিম তিনটি

(২) আমের কাথ আধা কাপ

(৩) চিনি আধা কাপ

(৪) ঘন দুধ এক কাপ

(৫) ভ্যানিলা অ্যাসেন্স আধা চা চামচ

প্রস্তুত প্রণালি

একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। এবার এর মধ্যে বাকি উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। যে বাটি বা মোল্ডের মধ্যে পুডিং বানাবেন, তাতে হালকা করে তেল বা ঘি ব্রাশ করে মিশ্রণটি ঢেলে দিন। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পানি দিন। এবার পুডিংয়ের বাটি পানির পাত্রে দিয়ে নিন। খেয়াল রাখবেন পানি যেন পুডিংয়ের বাটির অর্ধেক হয়। চুলার আঁচ মিডিয়ামে রাখুন। ২০ মিনিট পর পুডিং নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

হলুদ দাঁত সাদা হবে কীভাবে?

রাতে স্নান করা ভালো কেন ?

অফিশিয়াল মিটিংয়ের কিছু গুরুত্বপূর্ণ আদবকেতা

যারা মাইক্রোওয়েভে খাবার গরম করেন, তারা সাবধান!

ফ্যাশন আইকন দীপিকা-প্রিয়াংকা

প্রাকৃতিক উপায়ে দূর হবে খুশকি