বুধবার, ৯ই মে, ২০১৮ ইং ২৬শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

সৌদিতে রোজা হতে পারে ১৬ মে

চলতি মাসের মাঝামাঝিতে শুরু হচ্ছে পবিত্র রোজা। সারাবিশ্বের মুসলমানদের জন্য পবিত্র এই মাস শুরু হতে পারে ১৫ বা ১৬ মে। তবে তা আকাশে চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

 

স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিন্নতা হিসেবে প্রথম রোজা সারাবিশ্বে ভিন্ন ভিন্ন দিনে শুরু হয়ে থাকে।

ইউরোপ ও আমেরিকায় মুসলিম উম্মাহরা জ্যোতির বিজ্ঞানের ওপর নির্ভর করে রোজা পালন করে থাকেন। সে হিসেবে আগামী ১৬ মে থেকে রোজা শুরু করতে পারেন তারা।

 

আশা করা হচ্ছে, সৌদি আরব ও বেশিরভাগ আরব রাষ্ট্রের আকাশে এ বছর ১৫ মে চাঁদ দেখা যেতে পারে। আর মরক্কো, ইরান ও পাকিস্তানে তার একদিন পরই চাঁদ দেখা যাবে।

 

জ্যোতির্বিদরা হিসাব করে বলছেন, রমজানের নতুন চাঁদ আন্তর্জাতিক সময় গ্রিনিচ মান অনুযায়ী ১১টা ৪৭ মিনিটে জন্ম নিবে। যা ওই সময়ে খালি চোখে দেখা যাবে না।

 

তবে বিশেষ যন্ত্রের মাধ্যমে তা প্রথম রাতেই দেখা যেতে পারে। ২০১৭ সালে সৌদি আরব ও অন্যান্য আরব রাষ্ট্রগুলো নতুন চাঁদ দেখতে বিশেষ সুবিধাসম্পন্ন ক্যামেরা ব্যবহার করে। বিজ্ঞানীরা বলছেন, এ বছরও যদি ওই ক্যামেরা ব্যবহৃত হয়, তবে সৌদির আকাশে সম্ভবত প্রথম রোজা হবে ১৬ মে।

 

প্রসঙ্গত, সৌদি আরবে রোজা শুরুর একদিন পরই বাংলাদেশের মুসলমানরা রোজা রাখেন। তবে সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের কেউ কেউ ওইদিন শুরু করেন।

 

সৌদির বিশেষজ্ঞদের ধারণা সত্যি হলে সে হিসেবে বাংলাদেশে রোজা শুরু হবে ১৭ মে।

তথ্যসূত্র: আল জাজিরা

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

অভিযোগ সত্য হলে তুরিনের বিষয়ে পদক্ষেপ নেবে আইন মন্ত্রণালয় : অ্যাটর্নি জেনারেল

প্রতিবেশী ও এতিম সম্পর্কে নবীজি সা. এর হাদিস!

আজানের চেয়ে বড় কোনো ব্রেকিং নিউজ নেই: ইসলামাবাদের হাইকোর্ট

আগামীকাল ফুলবাড়িয়ার রিয়াজ উদ্দিনের রায়

শিবগঞ্জে চার লাশ উদ্ধারের ঘটনায় মামলা

মহাসড়কে ড্রাইভারদের জন্য বিশ্রামাগার নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ