আড়াইহাজারে বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান
আড়াইহাজার: নারায়ণগঞ্জের আড়াইহাজারের সিঙ্গাইরপুর এলাকায় বজ্রপাতে নিহত অর্নিক দেব নার্থের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
ইউএনও সুরাইয়া খান রোববার অনুদানের চেকটি নিহতের পরিবারের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব মোল্লা, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, নিহতের মা শেফালী নারী ও বাবা জয়দেব দেব নার্থ প্রমুখ।
প্রসঙ্গত ৪ মে দুপুরে চক থেকে ধানের আটি নিয়ে বাড়ি ফেরার পথে কলেজ ছাত্র আর্নিক দেব নার্থ হঠ্যাৎ বজ্রপাতের কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত হয়।
এ জাতীয় আরও খবর

তুতানখামেনের পিরামিডে গোপন কক্ষ নেই

নারীর সামনেই লিফটের ভেতর ২ যুবকের মুত্রত্যাগ!

গ্রেফতারের আগেই উচ্চাদালত থেকে ৬ মাসের আগাম জামিন

তিউনিশিয়ায় প্রথম নারী মেয়র হলেন সোউয়াদ আব্দেররাহিম

যেভাবে জানা যাবে কোথায় কখন বজ্রপাত হবে
