১২ হাজার লাইক, ৯৫ হাজার ডিজলাইক পেলো নুসরাতের ‘পটাকা’
বিনোদন ডেস্ক : গত ২৬ এপ্রিল সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গাওয়া ‘পটাকা’। এটি ফারিয়ার গাওয়া প্রথম গান। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নেচে দর্শক মাতালেন ‘বাদশা’খ্যাত এই তারকা।
রাকিব হাসান রাহুলের লেখা এ গানটির সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। এটি নির্মাণ করেছেন কলকাতার বাবা যাদব।
গানটি প্রকাশের পর প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে। অধিকাংশ দর্শক-শ্রোতাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক দৃষ্টিতে গানটির সমালোচনা করছেন।
ইউটিউবে দর্শকের পছন্দ-অপছন্দের মতামত পাওয়া যায় ‘লাইক’ ও ‘ডিজলাইক’ বাটনে ক্লিক দেখে। সেই দিক থেকেও খুব একটা সুবিধা করতে পারেনি ফারিয়ার ‘পটাকা’। এখনও পর্যন্ত গানটি দেখে ১২ হাজারের বেশি দর্শক ‘লাইক’ করেছেন আর বিপরীতে ৯৫ হাজারের বেশি দর্শক ‘ডিজলাইক’ করেছেন।
এ জাতীয় আরও খবর

কেঁদেছেন সোনম

গাঁটছড়া বাঁধলেন সোনম কাপুর-আনন্দ আহুজা

বোনের নতুন নাম দিলেন রিয়া কাপুর

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে ইভা রহমানের একক সঙ্গীত সন্ধ্যা

স্ত্রীর সঙ্গে রুবেলের ঘনিষ্ট ছবি দেখে যা বললেন হ্যাপি
