মালিকের জন্য প্রতিদিন ১২ ঘণ্টা অপেক্ষা করে কুকুরটি
অনলাইন ডেস্ক : কুকুর প্রভুভক্ত প্রাণী এ কথা সকলেরই জানা। কিন্তু তাদের ভক্তি অনেক সময় গল্পকেও হারা মানায়। তেমনি এক ঘটনা ঘটেছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চোংগিংয়ে।
চোংগিং শহরের রেল স্টেশনে একটি কুকুর তার মালিকের জন্য প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা অপেক্ষা করে। প্রতিদিন সকালে বাসা থেকে মালিকের সঙ্গে বের হয়ে এসে স্টেশনে বসে থাকে কুকুরটি। মালিক অফিস থেকে ফিরে এলে আবার তার সঙ্গে বাসা যায় কুকরটি। এটাই তার প্রতিদিনের রুটিন।
নাম প্রকাশে অনিচ্ছুক কুকরটির মালিক বলেন, ‘আমার সঙ্গে কুকরটি প্রায় আট বছর ধরে আছে। সে অনেক শান্ত প্রকৃতির। আপনি নিজ থেকে না দিলে সে কিছু খায় না।’
রেল স্টেশনের স্থানীয়রা জানান, ‘প্রতিদিন সকাল ৭-৮টার মধ্যে তাকে দেখা যায় যখন তার মালিক কাজে যায়। এরপর সে অপেক্ষা করে, একেবারেই খুশি মনে তাকে অপেক্ষা করতে দেখা যায়। কুকুরটি কারও জন্য কোন ধরনের হুমকিস্বরুপ আচরণ করে না।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তারকা বনে গেছে কুকুরটি। জনপ্রিয় পিয়ার ভিডিও ওয়েবসাইটে কুকুরটির এক ভিডিও দেখা হয়েছে প্রায় এক কোটি বার, যেটি পোস্ট করা হয়েছিলো গত এপ্রিলে। সূত্র: ডেইলি মেইল ও বিবিসি।