মেগান মারকলকে বিয়ে না করতে ব্রিটেনের প্রিন্স হ্যারিকে খোলাচিঠি
অনলাইন ডেস্ক : মেগান মারকলকে বিয়ে না করতে ব্রিটেনের প্রিন্স হ্যারিকে খোলাচিঠি লিখেছেন মেগানের সৎভাই টমাস মারকল জুনিয়র।
এতে তিনি লিখেছেন- ‘আমার বোনের মতো স্বার্থপর মেয়ে এই দুনিয়ায় আর নেই। যে নিজের পরিবারকে ভুলে যেতে পারে, তাকে আপনি কী করে বিশ্বাস করবেন? এ রকম একজন নারীকে আপনি বিয়ে করলে ব্রিটেনের রাজপরিবারের মর্যাদা ক্ষুণ্ণ হবে।’
মার্কিন গসিপ পত্রিকা ‘ইন টাচ’কে পাঠানো এ খোলাচিঠিতে হ্যারিকে ‘এখনও সময় আছে’ জানিয়ে বোনকে বিয়ের কথা ভেবে দেখতে বলেন মেগানের ৫১ বছর বয়সী ভাই।
এর আগে গত মাসে একটি মার্কিন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পরিবারের কাউকেই মেগান নিজের বিয়েতে আমন্ত্রণ জানাচ্ছেন না বলে দাবি করেছিলেন টমাস।
তবে তার কথায় কেউ বিশেষ আমল দিচ্ছেন না। স্ত্রীকে মারধর করে জেলও খেটেছেন তিনি।
জানা গেছে, পরিবারকে দাওয়াত না করার দাবিও ঠিক নয়। ১৯ মে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে লন্ডন আসছেন মেগানের মেক্সিকোবাসী বাবা ও ক্যালিফোর্নিয়াবাসী মা।
এর আগে রাজকুমার হ্যারির সঙ্গে বারদুয়েক দেখা হয়েছে মেগানের মায়ের। তবে বাবার সঙ্গে এখনও দেখা হয়নি।
এ জাতীয় আরও খবর

আবারও চীনে কিম, শি’র সঙ্গে বৈঠক

জার্মানীতে ২০১৭ সালে ১ হাজারেরও বেশী ইসলাম বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে

আবারো শুল্ক ছাড়াই ট্রান্সশিপমেন্ট সুবিধা নিচ্ছে ভারত

মালয়েশিয়ার নির্বাচন : মাহাথির-নাজিবের ভাগ্য পরীক্ষা

জাপানের প্রধানমন্ত্রীকে জুতায় খাবার পরিবেশন করল ইসরায়েল!
