ব্রাহ্মণবাড়িয়া আদালত ক্যান্টিনে আগুন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের ক্যান্টিনে আগুন লেগে চেয়ার টেবিল, ফ্রিজসহ আসবাপত্র পুড়ে গেছে।শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বন্ধের দিন থাকায় কেউ হতাহত হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আহমেদ জানান, খবর পেয়ে একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে শুক্রবার বন্ধের দিন থাকায় কেউ হতাহত হয়নি।
এ জাতীয় আরও খবর

আবারো শুল্ক ছাড়াই ট্রান্সশিপমেন্ট সুবিধা নিচ্ছে ভারত

আখাউড়ায় ডাকাতি, লক্ষ টাকার লুটপাট

খালেদা জিয়ার জামিন শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
