বিয়ের আগে ভয় পাচ্ছেন সোনম
বিনোদন ডেস্ক : কাপুর ও আহুজা পরিবারে এখন বিয়ের ব্যস্ততা ৷ বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। অনিল কাপুর থেকে সোনমের ভাই হর্ষবর্ধন কাপুর, অর্জুন কাপুর, সবাই ব্যস্ত সোনমের বিয়েতে৷ ব্যস্ত রয়েছেন সোনম কাপুর ৷
পোশাক থেকে সাজগোজ, সবই নিখুঁত যাতে হয় সেদিকেই নজর সোনমের, তবে এরই মাঝে সোনম সোশ্যাল নেটওর্য়াকে জানিয়ে দিলেন, বিয়ে নিয়ে তাঁর ভয়ের কথা ৷
গপ্পোটা হল, অনেক মেয়েই ভেবে থাকেন, তার স্বামী যেন হন একেবারে বাবার অবিকল ৷ কিন্তু সোনম একেবারেই এ ব্যাপারটা চান না ৷ বরং সোনম জানিয়েছেন, তিনি ভয় পান তাঁর স্বামী যেন অনিলের মতো না হয়!
এ জাতীয় আরও খবর

কেঁদেছেন সোনম

গাঁটছড়া বাঁধলেন সোনম কাপুর-আনন্দ আহুজা

বোনের নতুন নাম দিলেন রিয়া কাপুর

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে ইভা রহমানের একক সঙ্গীত সন্ধ্যা

স্ত্রীর সঙ্গে রুবেলের ঘনিষ্ট ছবি দেখে যা বললেন হ্যাপি
