১২ হাজার লাইক, ৯৫ হাজার ডিজলাইক পেলো নুসরাতের ‘পটাকা’
গত ২৬ এপ্রিল সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গাওয়া ‘পটাকা’। এটি ফারিয়ার গাওয়া প্রথম গান। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নেচে দর্শক মাতালেন ‘বাদশা’খ্যাত এই তারকা।
রাকিব হাসান রাহুলের লেখা এ গানটির সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। এটি নির্মাণ করেছেন কলকাতার বাবা যাদব।
গানটি প্রকাশের পর প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে। অধিকাংশ দর্শক-শ্রোতাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক দৃষ্টিতে গানটির সমালোচনা করছেন।
ইউটিউবে দর্শকের পছন্দ-অপছন্দের মতামত পাওয়া যায় ‘লাইক’ ও ‘ডিজলাইক’ বাটনে ক্লিক দেখে। সেই দিক থেকেও খুব একটা সুবিধা করতে পারেনি ফারিয়ার ‘পটাকা’। এখনও পর্যন্ত গানটি দেখে ১২ হাজারের বেশি দর্শক ‘লাইক’ করেছেন আর বিপরীতে ৯৫ হাজারের বেশি দর্শক ‘ডিজলাইক’ করেছেন।
** নুসরাত ফারিয়ার গাওয়া ‘পটাকা’ গানের ভিডিও
এ জাতীয় আরও খবর

সাইকোথ্রিলিং সিনেমাতে জয়া

‘ভাইজান এলো রে’ বিতর্কে চলচ্চিত্রপাড়ায় ক্ষোভ

গাইলেন সালমান, নাচলেন শাহরুখ

Video: Sonam calls Anand Ahuja ‘babu’ when the duo exchange garlands

অসুস্থ স্বামীকে বাঁচাতে দেহ ব্যবসায় প্রিয়াংকা!
