হেলমেট না পরায় চালককে জুতা ছুঁড়ে মারল পুলিশ (ভিডিও)
অনলাইন ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে দেখা গেল আশ্চর্য এক দৃশ্য। হেলমেট না পরায় এক কনস্টেবল বাইক আরোহীকে ছুড়ে মারল জুতা! আর ভাইরাল হয়ে গেল সেই ঘটনার ভিডিও।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ঋষভ চট্টোপাধ্যায় নামের এক ব্যক্তি পুরো ঘটনাটি ভিডিও তুলে ইউটিউবে সেটি শেয়ার করেন। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে, দু’জন ট্রাফিক পুলিশ রাস্তার ধারে কারও জন্য অপেক্ষা করছেন। আচমকাই দেখা যায় দুই বাইক আরোহীকে। একজন পুলিশ কনস্টেবলকে দেখা যায়, পা থেকে জুতা খুলে ছুড়ে মারলেন। একজনের গায়ে গিয়ে লাগল সেটি।
পুলিশ কনস্টেবলের এমন কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেরই বক্তব্য, এভাবে রাস্তার মধ্যে জুতা ছুড়ে মারার ফলে বাইক আরোহীর সাঙ্ঘাতিক চোট লাগতে পারত। প্রাণঘাতী দুর্ঘটনাও হতে পারত। হেলমেট না পরে বাইক চালানো নিশ্চয়ই অপরাধ, তবে এমন কাণ্ড মোটেই কাম্য নয়।
যিনি ভিডিও আপলোড করেছেন তার মতেও, ওই পুলিশ পরিস্থিতিকে অন্যভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন।
এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রের ‘উসকানি’ শান্তির জন্য হুমকি : উ. কোরিয়া

গুলিতে কাশ্মিরের বিশ্ববিদ্যালয় অধ্যাপকসহ নিহত ৫

টিভি শো’তে ট্রাম্পকে বিদ্রুপ পর্নতারকা ডেনিয়েলসের

নারী-পুরুষ মেলামেশায় আর ‘না’ নয় সৌদিতে

তিস্তার পানি চাইবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ইলিশ
