নাসিরনগরে নিখোঁজ কিশোরের লাশ নদী থেকে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের ৪ দিন পর বেমালিয়া নদী হতে এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে। রোববার বিকালে নদী থেকে স্থানীয়রা লাশটি উদ্ধার করে।
নিহত কিশোরের নাম ইলিয়াছ (১৬)। সে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের খনকার বাড়ির মৃত ধন মিয়ার ছেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও : ‘বুম বুম’ শাকিব-বুবলী (ভিডিও)
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ইলিয়াস সরাইলে পানিশ্বর বাজারে রাজমিস্ত্রির কাজ করত। গত চারদিন যাবৎত অনেক খোঁজাখুজির পরও তার কোন খবর পাওয়া যায়নি। নদীর পাড়ে তার ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয় লোকজনের পক্ষ থেকে পরিবারকে খবর দিলে তার এসে লাশ সনাক্ত করে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, পরিবারের পক্ষ থেকে আগে আমাদের নিখোঁজের ব্যাপারে কেউ জানায়নি।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শারিরিক সমস্যা ছিল বলে আমি জানতে পেরেছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে সম্মিলিতভাবে ভ’মিকা রাখতে হবে : মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবড়িয়ায় বাক-বিতন্ডার জেরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

জেলা জাসদ’র আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যান সহ আহত-৪
