পপি আমার কল্পনায় সেরা পার্বতী : গাজী রাকায়েত
বিনোদন প্রতিবেদক : কালজয়ী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে এবার দেখা যাবে গুণী অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েতকে। তরুণ নির্মাতা আরিফুর জামান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্রগুলো নিয়ে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন। এরইমধ্যে এফডিসিতে ৫ দিন ছবিটির শুটিং হয়েছে।
আর এই ছবিতে শরৎচন্দ্রের অনবদ্য সৃষ্টি পার্বতী চরিত্রে অভিনয় করছেন পপি। বৃহস্পতিবার রাতে এই ছবির শুটিং স্পটে আরটিভি অনলাইনের সঙ্গে নানা অভিজ্ঞতার কথা বলেছেন গাজী রাকায়েত ও চিত্রনায়িকা পপি।
গাজী রাকায়েত বলেন, ‘প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই এই ছবির নির্মাতাকে। যে কিনা দীর্ঘদিন ছবিতে কাজ করানোর জন্য আমার সঙ্গে লেগে ছিলেন। আর ছবিতে শিল্পীদের যে সমন্বয় তিনি করেছেন আমার কাছে ভালো লেগেছে। একজন অভিনেতা হিসেবে শরৎচন্দ্রের চরিত্রে অভিনয় করতে পারাটা ভাগ্যের ব্যাপার। এটা আমার স্বপ্নের একটি চরিত্র। ফেরদৌস, পপি, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, তমা মির্জাসহ প্রতিটি কাস্ট দারুণ মানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘শুরুতে আমি দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম কারণ ছবিতে কাজের জন্য আমাকে লুক পরিবর্তন করতে হবে এটা ভেবে। আমাকে ছবিতে অভিনয়ের জন্য চুল ছোট করতে হয়েছে। এছাড়াও প্রায় ২৫ দিনের বেশি শিডিউল দিতে হবে। তবে আমি প্রথম যেদিন শুটিং সেটে এলাম অবাক হয়েছি। সুন্দর একটি সেট নির্মাতা তৈরি করিয়েছেন। আর কাজ করতে গিয়ে তো আমরা শিল্পীরা একটি পরিবারের মতো হয়ে গেছি। সবার দিক থেকেই ভীষণ আন্তরিকতা দেখতে পাচ্ছি। মিলনকে তো দেখলাম কাজটি নিয়ে সে ভীষণ সিরিয়াস।’
এই অভিনেতা বলেন, ‘পপির সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আগে কখনও কাজ করা হয়নি। তো শুটিংয়ের প্রথম দিন আমি খানিকটা আগেই এসে উপস্থিত হই। এদিন আমার ও পপির শটের মাধ্যমে ক্যামেরা ওপেন হবার কথা। আমি ভেবেছিলাম পপি হয়তো দেরী করেই আসবেন। কিন্তু না তিনি সঠিক সময়েই শুটিং সেটে এসে উপস্থিত হলেন। পপি পার্বতীর সাজে যখন সেটে এসে হাজির হলেন। তখন মনে হলো আমার কল্পনার সেরা পার্বতী পপি।’
চিত্রনায়িকা পপি বলেন, ‘পার্বতী চরিত্রটি আমার ভীষণ পছন্দের। কাজটি করতে পেরে খুব ভালো লাগছে। এমন একটি চরিত্রে আমাকে বেছে নেয়ার জন্য পরিচালককে ধন্যবাদ। চেষ্টা করছি নিজেকে পার্বতীর মতো করে তুলে ধরতে। আর গাজী রাকায়েতের মতো গুণী অভিনেতার সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের। আরও আছেন ফেরদৌস, আনিসুর রহমান মিলনসহ অনেক গুণী অভিনেতা। আমরা একটি পরিবারের মতো কাজটি করছি। সবার আন্তরিকতায় আমি মুগ্ধ।’
‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির সঙ্গীত পরিচালনা করছেন আলী আকরাম শুভ। গানগুলোর কথা লিখেছেন মো. রফিকুজ্জামান।