আশুগঞ্জে পরিবহন শ্রমিকদের মৃত্যু ও চিকিৎসা ভাতা প্রদান
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত পরিবহন শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যু ভাতা ও আহতদের চিকিৎসা ভাতা প্রদান করা হয়েছে। জেলা ট্রাক ও ট্যাংলরী চালক-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শনিবার বিকালে আশুগঞ্জ ফেরীঘাট এলাকার সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই ভাতা প্রদান করা হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মৌসুমী বাইন হীরা।
জেলা ট্রাক ও ট্যাংলরী চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদন মিয়া মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ,আশুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মোঃ মেসবাহ উদ্দিন আহম্মেদ।বক্তৃতা করেন নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা হাবিবুল্লাহ বাহার, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু ও সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের নিজস্ব তহবিল থেকে নিহত ৫ সদস্যের পরিবারকে মৃত্যু ভাতা ও আহত ২ সদস্যকে চিকিৎসা ভাতা বাবদ ৭জনকে নগদ টাকা তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
এ জাতীয় আরও খবর

জেলা জাসদ’র আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যান সহ আহত-৪

চাতলপাড়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ এ. কে. একরামুজ্জামানের নদী ভাঙ্গন পরিদর্শন
