নৌকায় ভোট দিন,বাংলাদেশ ঋণ আনবে না,দিবে-বাঞ্ছারামপুরে মোস্তাফা জাব্বার
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : নৌকায় ভোট দিন।শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানালে বাংলাদেশ বর্তমানে উন্নয়নশীল দেশ হতে ‘উন্নত’দেশ হিসেবে সারা বিশে^ পরিচিতি পাবে।সারা বিশ্বে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।এই খাত থেকে বাজেটের ২৫ভাগ আসবে কেবল রপ্তানী থেকে।আগামী ৫ বছর পর বাংলাদেশ ঋণ আনবে না,বিভিন্ন দেশকে ঋণ দিবে’-আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ক্যা.তাজ অডিটোরিয়ামে এক সংবর্ধনায় সংবর্ধিত অতিথির বক্তৃতায় সরকারের ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযক্তি মন্ত্রী মোস্তাফা জাব্বার এসব কথা বলেন।মন্ত্রী পরে বাঞ্ছারামপুর আইসিটি খাতের বিভিন্ন উন্নয়নে ভবিষতে সহায়তার আশ্বাস দেন।
আরও : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে—ধারণা চিকিৎসকের
বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যা.এবি তাজুল ইসলাম এমপি। এ ছাড়া আরো বক্তৃতা করেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.সিরাজুল ইসলাম,মন্ত্রীর পত্নী বকুল মোস্তাফা,সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি, আওয়ামীলীগের সাবেক উপপ্রচার সম্পাদক সাঈদ আহমেদ বাবু,জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল,উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম,মেয়র টিপু মোল্লা প্রমূখ।