আশুগঞ্জের দুইটি শূণ্য ইউপি সদস্য পদের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শুরু
আশুগঞ্জ প্রতিনিধি : নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ২ টি ওয়ার্ডের শূন্য সদস্য পদে উপনির্র্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহন শুরু হয়। একটানা চলবে বিকাল ৪ পর্যন্ত। সকাল থেকে ভোটকেন্দ্রেগুলোতে ভোটারদের উপস্থিতি তেমন চোখে পড়ে নি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসাররা।
আশুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আশুগঞ্জ উপজেলায় ২টি ওয়ার্ডের শূণ্য সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই দুটি ওয়ার্ড হল দূর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ও লালপুর ইউনিয়নে ৭নং ওয়ার্ড । এর মধ্যে দূর্গাপুরে মোট ভোটার ২৮১৮ জন ও লালপুরে মোট ভোটার ১ হাজার ১১ জন ও । এই দুটি কেন্দ্রে বুথ রয়েছে ১১ টি। এখানে আইনশৃঙ্খলা রক্ষায় প্রতি কেন্দ্রে ১১ জন পুলিশ, ১৬ জন আনসার সদস্য, স্ট্রাইকিং ফোর্স রয়েছে ২ টি ও প্রতি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে।
এ জাতীয় আরও খবর

কানাডার গভর্নর জেনারেলের নৈশভোজে প্রধানমন্ত্রী

পাহাড় ধসে প্রাণ হারাতে পারে ৫০ হাজারের বেশি মানুষ!

দ্য হিন্দুর প্রতিবেদন: নির্বাচনে ভারতের সমর্থন চেয়েছে বিএনপি

কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবে তার চিকিৎসকরা

বাংলাদেশ-মিয়ানমার সমঝোতার ভিত্তিতেই রোহিঙ্গা প্রত্যাবাসন: সু-চি
