আখাউড়ায় ২টি পাইপগান উদ্ধার আটক ১
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দেশীয় তৈরী দু’টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মনিয়ন্দ গ্রামের শাহরিয়ার চৌধুরীর বাড়িতে তল্লাশী চালিয়ে পাইপগান দুটি উদ্ধার করা হয়। এসময় শাহরিয়ার চৌধুরী (৩৫) আটক করেছে পুলিশ।
আরও : ঈদের আগেই সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি
আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহরিয়ার চৌধুরির বসত ঘর থেকে দুটি পাইপ গান উদ্ধা করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্তা নেয়া হবে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।
এ জাতীয় আরও খবর

ঈদের আগেই সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

বাংলাদেশে ‘মানবাধিকার লঙ্ঘনে’ উদ্বেগ ইইউ পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টের

ব্রাহ্মণবড়িয়ায় বাক-বিতন্ডার জেরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

কানাডার গভর্নর জেনারেলের নৈশভোজে প্রধানমন্ত্রী

পাহাড় ধসে প্রাণ হারাতে পারে ৫০ হাজারের বেশি মানুষ!
