নবীনগরে স্কুল ছাত্র মাহিদ হত্যাকান্ড আসামী ফরহাদ গ্রেপ্তার
মাজহারুল করিম অভি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্কুল ছাত্র মাহিদ আহমেদের হত্যা মামলার অন্যতম আসামী ফরহাদ প্রকাশ অসিম-(২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে রাজধানী ঢাকা থেকে অসিমকে গ্রেপ্তার করা হলেও গতকাল বুধবার সকালে পুলিশ বিষয়টি সাংবাদিকদেরকে অবহিত করেন।
গ্রেপ্তারকৃত ফরহাদ অসিম মানিকগঞ্জ জেলার শিমরাইলের বাসিন্দা ও বর্তমানে ঢাকার মধ্যবাড্ডায় বসবাসরত মোঃ আজম খানের ছেলে। গ্রেপ্তারকৃত অসিম হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
এর আগে গত ১৭ মার্চ মামলার অপর আসামী মেহেদি হাসান-(২২) কে নবীনগর উপজেলার শ্রীরামপুর থেকে গ্রেপ্তার করে। মেহেদি হাসান শ্রীরামপুরের বাবুল মিয়ার ছেলে।
এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে সম্মিলিতভাবে ভ’মিকা রাখতে হবে : মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবড়িয়ায় বাক-বিতন্ডার জেরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

জেলা জাসদ’র আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যান সহ আহত-৪
