মঙ্গলবার, ২৯শে মে, ২০১৮ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় নাসিরনগরে আনন্দ শোভাযাত্রা

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : স্বল্পোন্নত থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার(২২ মার্চ ) নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা-প্রতিষ্টানের শিক্ষক,শিক্ষার্থীদের অংশগ্রহনে উপজেলা সদরে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

পরে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ বি.এম মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা,থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ার হোসেন,অধ্যক্ষ মোঃ আলমগীর,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদুর রহমান প্রমূখ । সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থা,ভূমি সংক্রান্ত সেবাসহ সকল ক্ষেত্রে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের তথ্যচিত্র তুলে ধরার পাশাপাশি সেমিনার,চিত্র প্রর্দশনী,ছবি আকাঁ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Print Friendly, PDF & Email