কসবায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
আনোয়ার হোসেন উজ্জল,কসবা : “সময় এখন নারীর : উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম : শহরে কর্মজীবন ধারা”- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে ,নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কবির হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়েশা আক্তার, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, চন্ডিদ্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহেলা আক্তার ও কসবা টি.আলী ডিগ্রী কলেজের প্রভাষক হাসিনা জান্নাত।
কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা ও কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শারমিন সুলতানার সঞ্চালনায় নারী দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন- বগাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা আক্তার, সরকারী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নীলা আক্তার, কসবা থানা মহিলা পুলিশ সদস্য ফরিদা আক্তার, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার ও বেসরকারী সংস্থা সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মো. গিয়াস উদ্দিন।