বাঞ্ছারামপুরকে সিঙ্গাপুর আদলে গড়ে তোলা হবে-ক্যা.তাজ এমপি
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুরের সাথে ৩য় মেঘনা সেতু হবার পর,বর্তমান ফেরীঘাটে হবে নৌবন্দর।তখন আর আশুগঞ্জে ঢাকা হতে ব্যবসায়ীরা পণ্য আনতে যাবে না।আশুগঞ্জ টু ঢাকা যেতে লাগে ৪ ঘন্টা আর বাঞ্ছারামপুর হতে লাগবে মাত্র দেড়ঘন্টা।তখন ইনশাল্লাহ বাঞ্ছারামপুরের পুরো চেহারা পাল্টে যাবে।কর্মসংস্থান বৃদ্ধি পাবে।শিল্প-বানিজ্য বাড়বে।
বর্তমান ছলিমাবাদে পরিত্যক্ত তাঁতবোর্ডের স্থলে হবে টেক্সাইটাইল ইনষ্টিটিউট।বাঞ্ছারামপুর উন্নয়নের মহাসড়কে সংযুক্ত হলে এই এলাকা হবে সিঙ্গাপুরের মতো’-আজ মঙ্গলবার সকালে ক্যা. তাজ অডিটোরিয়ামে বাঞ্ছারামপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিসেস হাসু ইসলামের সভাপতিতে¦ বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মু্িক্তযুদ্ব বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যা.এবি তাজুল ইসলাম এমপি এসব কথা বলেন।তিনি আরো বলেন,শেখ হাসিনা হলেন উন্নয়নের ফেরীওয়ালা।
আরও : ‘বুম বুম’ শাকিব-বুবলী (ভিডিও)
তিনি যেখানে হাত দেন সেখানেই সফল হন।দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলেছেন আজকের প্রধানমন্ত্রী।তাই আগামী নির্বাচনে মা-বোনদের সকলকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক যুগ্মসচীব মো.সিরাজুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান জলি আমীর,মিন্টু রঞ্জন সাহা,যুবলীগ সভাপতি সাইদুল ইসলাম ভূইয়া বকুল,সা.সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন,জেলা পরিষদ সদস্য সনি আক্তার সূচী,ছাত্রলীগ সভাপতি প্রকৌ.জুয়েল আহম্মেদ,পৌর যুবলীগের সভাপতি কামাল আহম্মেদ,আওয়ামীলীগ নেতা আল আমীন মেম্বার প্রমূখ।
এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে সম্মিলিতভাবে ভ’মিকা রাখতে হবে : মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবড়িয়ায় বাক-বিতন্ডার জেরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

জেলা জাসদ’র আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যান সহ আহত-৪
