রবিবার, ১০ই জুন, ২০১৮ ইং ২৭শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

সরাইল উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
শনিবার  দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত মতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আরও : ঈদের আগেই সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

প্রেস বিজ্ঞতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলায় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মো. আল আমিন হোসেন , উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শাহীন আলম, সহ-সম্পাদক মহসিন উদ্দিন হিমনকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি করে সরাইল উপজেলার কমিটি নিয়ে সংঘঠিত প্রকৃত ঘটনার তদন্ত করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট দফতরে জমা দেয়ার জন্য বলা হয়েছে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ঈদের আগেই সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

বাংলাদেশে ‘মানবাধিকার লঙ্ঘনে’ উদ্বেগ ইইউ পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টের

ব্রাহ্মণবড়িয়ায় বাক-বিতন্ডার জেরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে—ধারণা চিকিৎসকের

অবৈধ ব্যবসা-অস্ত্র-টাকার সমন্বয় ঘটলে ‘ফায়ারিং’ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যায় না : ড. কামাল