বদলি হলেন আশুগঞ্জের ইউএনও
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিরুল কায়ছার বদলি করা হয়েছে । বৃহস্পতিবার বিকালে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোমিনুর রশিদ আমিন স্বাক্ষরিত এক আদেশে তাকে বান্দরবন পার্বত্য জেলার আলীকদম উপজেলায় বদলি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার আশুগঞ্জ উপজেলায় ২০১৬ সালে ১২ জুন উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসাবে যোগদান করেন আমরুল কায়ছার। যোগদানের পর থেকে উপজেলায় শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, বাল্যবিবাহ রোধ, আধুনিক উপজেলা পরিষদ মিলনায়তন নির্মাণ, বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মান উন্নয়ন, প্রাথমিক পর্যায়ে বিদ্যালয় গুলোতে মিড ডে মিল চালু, উপজেলা পরিষদে সিসি ক্যামেরা স্থাপন ও পার্ক স্থাপনসহ উপজেলা আইন শৃঙ্খলা রক্ষায় তিনি ব্যাপক ভূমিকা পালন করেন।
একটি সূত্র জানায়, আশুগঞ্জে কাচাঁরি পাড়ে অবৈধ স্থাপনা অপসারণ করতে গিয়ে কয়েকজন প্রভাবশালীর অবৈধ স্থাপনা পড়ে। এই নিয়ে বদলি হুমকিও আসে। প্রভাবশালিদের রোষানলে পড়ে তাকে বদলি হতে হয়েছে বলে মনে করেন সূএটি।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমান আশুগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।