সেন্ট্রাল ব্যাংক অব দি রাশিয়ান ফেডারেশন জানায়, মেসেজিং অ্যাপস সুইফট-এর একটি অপারেটরে সফল আক্রমণ হওয়ার তথ্য তাদের কাছে পাঠানো হয়েছে। এই কার্যক্রমের ফলে সুইফট আন্তর্জাতিক পেমেন্ট মেসেজিং সিস্টেম থেকে ৩৩ কোটি ৫০ লাখ রুবল বা (৬ মিলিয়ন ডলার) চুরি হয়েছে।
সুইফট-এর মুখপাত্র নাতাশা ডি টেরান বলেন, যখন আমাদের কাছে সম্ভাব্য জালিয়াতির অভিযোগ করা হয়। তখন আমরা ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীকে নিরাপদ করার জন্য সহায়তা করি। তবে তারা নির্দিষ্ট কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেনি।
রুশ কেন্দ্রীয় ব্যাংকের এক মুখপাত্র তাদের নিরাপত্তা বিভাগের উপ-প্রধান আরটেম সাইচেভ-এর উদ্ধৃতি তুলে ধরে বলেন, হ্যাকাররা ওই অর্থ তুলে নিয়েছে। আর তারা যখন একটি কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারে তখন এমনটা খুবই সহজেই করতে পারে। ব্রাসেলস-ভিত্তিক সুইফট আরো জানায়, গত বছরে হ্যাকাররা নতুন আক্রমন শুরু করার জন্য আরও উন্নত প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে হ্যাকাররা সুইফট সিস্টেমের সাহায্যে রাশিয়ান রাষ্ট্রীয় ব্যাংক গ্লোবেক্স থেকে ৫৫ মিলিয়ন রুবেল চুরি করার চেষ্টা করে এবং ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি হয়।