‘দেশকে এগিয়ে নিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে’
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশকে এগিয়ে নিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত নয় বছরে দেশের উন্নয়নে অনেক গঠনমূলক কাজ করেছে। আমরা এখন সমৃদ্ধির পথে রয়েছি। একটি সমৃদ্ধিশালী দেশ গঠনে এ ধারা অব্যাহত রাখতে হবে। তাই আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে হবে।
শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এসময় সেতুমন্ত্রী বলেন, তৃণমূলের সাধারণ মানুষেরাই হলো রাজনীতির প্রাণ। প্রত্যেক রাজনীতিবিদদের উচিত তৃণমূলের খেটে খাওয়া মানুষের কাছে যাওয়া, তাদের কথা শোনা। তাদের উন্নয়নে কাজ করা। তৃণমূলের উন্নয়ন হলে দেশ ও রাজনীতির উন্নয়ন হবে।
গণসংযোগকালে মন্ত্রীর সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।