রাখাইনের পুরো চিত্র অবগত নন সু চি : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক : মিয়ানমারের রাজধানী নেইপিদোয় রবিবার অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এ ব্যাপারে তিনি বলেন, আমার ধারণা রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের ‘পুরোপুরি ভয়াবহ চিত্রটা নাও বুঝে’ থাকতে পারেন মিয়ানমার সরকারের উপদেষ্টা সু চি।
এসময় তিনি বলেন, আমরা যা দেখেছি আমার মনে হয় না তিনি হেলিকপ্টারে চড়ে সেই চিত্র দেখছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সু চির সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে রাখাইনে কী ঘটেছে সেটি পুরোপুরি জানেন না তিনি। যা ঘটেছে তা ভয়াবহ।
বরিস জনসন বলেন, আমার জীবনে এ ধরনের কিছু কখনও দেখিনি। শত শত গ্রাম পুড়িয়ে দেয়া হয়েছে। সবকিছু ধ্বংস করে দেয়া হয়েছে। আমি মনে করি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘকে সহায়তা করতে মিয়ানমার কর্তৃপক্ষের কাজ করা প্রয়োজন।
উল্লেক্ষ্য, এর আগে শনিবার রাজধানী ঢাকায় বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বরিস জনসন। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গাদের শরণার্থী শিবির পরিদর্শন করেন তিনি।সূত্র: বিবিসি