রাজশাহীতে ডেন্টাল শিক্ষার্থীর আত্বহত্যা
পাপন সরকার শুভ্র,রাজশাহী : পরীক্ষা খারাপ হওয়ায় রাজশাহী মহানগরীতে ফেরদৌসী আরা মিতু (২০) নামের এক মেডিকেল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছে। ওই শিক্ষার্থী নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকার মতিউর রহমানের মেয়ে।
নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান মিতুর বাবা মতিউর রহমানের বরাত দিয়ে জানান, মিতু বাংলাদেশ দন্ত চিকিৎসালয়ে বিডিএস’এ তৃতীয় বর্ষে পড়াশোনা করে। শনিবার তার পরীক্ষা ছিল। পরীক্ষা তার ভাল হয়নি। এ জন্য মন খারাপ ছিল। বিকেল ৩টার দিকে মিতু
কাউকে না জানিয়ে নিজ ঘরে গলায় ফাঁস দেয়।
অনেকক্ষণ তারা সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে রাজপাড়া থানা পুলিশকে
খবর দেয়। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্ত করা হবে।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।