জমিতে সেচের পানি দেয়াকে কেন্দ্র করে নাসিরনগরে কৃষককে হত্যার অভিযোগ
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের গোর্কণ গ্রামে আবদুল মোতালিব(৬০)নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার(২৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। হত্যার অভিযোগে আরমান মিয়া(১৮) নামে একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত আ: মোতালিব সকালে উরুল বিলে নিজের জমিতে সেচের পানি দেয়াকে কেন্দ্র করে রাজু মিয়ার সাথে কথা কাটাকাটির এক পযার্য়ে তাকে হত্যা করা হয়। পরিবারের লোকজন খবর পেয়ে মোতালিবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
আরও : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে—ধারণা চিকিৎসকের
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এঘটনায় গোর্কণ গ্রামের মিজানুর রহমানের ছেলে আরমান মিয়াকে গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে।