আখাউড়া স্থলবন্দরে আমদানী নিষিদ্ধ ১৮ শত পিস ইনজেকশন আটক
আখাউড়া প্রতিনিধি : আখাউড়া স্থলবন্দরে ভারতীয় ১৮’শ পিস ইনজেকশন জব্ধ করেছে কাস্টম্স কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে আসা পার্সপোটধারী যাত্রী মো. ইমরান হোসেন (২৬) নামে বাংলাদেশী এক যাত্রীর ব্যাগ তল্লাশী করে এসব ইনজেকশন জব্ধ করা হয়।
ইমরান হোসেন আখাউড়া স্থলবন্দর এলাকার সীমান্তবর্তী কালিকাপুর গ্রামের ইদন মিয়ার ছেলে।কাস্টমস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ত্রিপুরার আগরতলা থেকে আসা এক যাত্রী কাস্টমস অফিস অতিক্রম করে যাওয়ার সময় সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ইমরান কবিরের সন্দেহ হলে তিনি ওই যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী করেন।
পরে ব্যাগের ভিতরে প্যাকেটে রাখা ভারতীয় ১৮’শ পিস ইনজেকশন পাওয়া যায়। পরে এগুলো শুল্ক গুদামে জমা করা হয়।
আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস বলেন, ঔষুধ প্রশাসনের অনুমতি না থাকায় এসব ঔষধ জব্ধ করা হয়।
শুল্ক ষ্টেশনের ইনচার্জ দেবাশীষ পান্ডে বলেন, দীর্ঘদিন যাবত পার্সপোর্টের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে নিষিদ্ধ ঔষধ বাংলাদেশে পাচার করে আসছে আমরা নজরদারি করে আজকে তার কাছ থেকে এই ভারতীয় ইনজেকশন জব্দ করতে সমর্থ হই।