বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
পাপন সরকার শুভ্র,রাজশাহী : রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পতাকা উত্তোলন, কেক কাটা, জাতির জনকসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকাল সাড়ে ৪টায় বেলুন উড়িয়ে ও শান্তির প্রতিক সাদা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর কুমারপাড়ায় অবস্থিত দলীয় কার্যালয়
থেকে একটি র্যালি বের হয়। শোভাযাত্রাটি নগরীর জিরোপয়েন্ট, মনিচত্বর সহ
বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন, নগর
আ’লীগের সভাপতি এএইচ এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার,
ছাত্রলীগের সহসভাপতি অর্ণা জামান, নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক রাজিব প্রমূখ। এ ছাড়া আরো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নগরীর সাহেব বাজার বড় রাস্তায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী
মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, উপ- প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি অর্ণা জামান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব হাসান।
এছাড়া ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিশাল বিশাল ৭০টি আতশবাজি
ফুটানো হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের অায়োজন করা হয়।