ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধে র্যালী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ রুখবোই আমরা সমৃদ্ধ আগামী বাংলাদেশ গড়বোই এ শ্লোগানে রাফিয়া শামসুদ্দিন কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার রাইতলা মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধে একটি র্যালী বের হয়ে বিভিন্ন এলাকা পর্দক্ষিন করে, পরে আলোচনা সভা ও ৬ষ্ঠ মেধাভিত্তিক বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাইতলা আদম ফকির হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে রাফিয়া শাসুদ্দিন কল্যাণ ট্রাস্ট এর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এড. আনিসুল হক। রাফিয়া শামসুদ্দিন কল্যাণের সভাপতি শামসুদ্দিন মাস্টারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা মহাখালী সহকারি পরিচালক ডা. কে এম আজাদ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ১৫টি স্কুলের ১৯০ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তিপ্রদান করে।