রবিবার, ৩রা জুন, ২০১৮ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

দেউলিয়া হতে পারে চীন!

আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্র পরিচালনায় অভ্যন্তরীণ ঋণ ব্যয় বৃদ্ধির ফলে আমেরিকার ডেট্রয়েট শহরের মতো দেউলিয়া হতে পারে চীন। সম্প্রতি এমনই এক পূর্বাভাস দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক অব পিপলস ব্যাংক অব চায়না।

রাজ্য সরকারগুলো ঋণের ভারে জর্জরিত হতে থাকলে, কেন্দ্রীয় সরকার ব্যবস্থায় ধ্বসও নামতে পারে বলে শঙ্কা তাদের। কারণ ঋণের এত বিশাল অর্থ বেইজিংয়ের পক্ষে পরিশোধ সম্ভব নয়।

তবে বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্রীয় সরকারের উচিত স্থানীয় সরকারের ঋণ নেয়ার সীমা আরও বাড়িয়ে দেয়া। এছাড়া, দারিদ্র্য দূরীকরণসহ বিভিন্ন নতুন নতুন প্রকল্পের জন্য অর্থায়ন করা। চলতি বছর দেশটির রাজ্য সরকার এক দশমিক ৭ ট্রিলিয়ন মূল্যের বন্ড বিক্রি করেছে।

উল্লেখ্য, ২০১৩ সালে এক হাজার ৮০০ কোটি ডলার ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরকে দেউলিয়া ঘোষণা করা হয়েছিল।

Print Friendly, PDF & Email