রবিবার, ৩রা জুন, ২০১৮ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

লন্ডনে ট্রাম্পকে স্বাগত জানানো হবে না : সাদিক খান

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৮ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর এ সফরে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত না জানানোর ঘোষণা দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।

ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পকে লন্ডনে স্বাগত জানানো হবে না বলে উল্লেখ করেন তিনি।এর আগে দেশটির ‘ব্রিটেন ফার্স্ট’-এর তিনটি মুসলিম বিদ্বেষী ভিডিও রিটুইট করেন ট্রাম্প।

এর পরই দেশ-বিদেশে সমালোচনার সম্মুখীন হন ট্রাম্প। ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। এ অবস্থায় লন্ডন বিধানসভায় মেয়রের কাছে ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হয়। তারই লিখিত জবাবে মেয়র সাদিক খান বলেন, ‘মেয়র হিসেবে আমি সব সময় লন্ডনবাসীর স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় কথা বলব। প্রেসিডেন্ট ট্রাম্পের রাষ্ট্রীয় সফর বাতিল করতে আমি আগেও থেরেসা মেকে বলেছি।’

সাদিক খান আরও বলেন, ‘একটি দল আমাদের দেশে বিভেদ ও হিংসা ছড়িয়ে দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প জঘন্য চরমপন্থী দলটির জন্য টুইটারে প্রচার চালিয়েছেন। এই ঘটনার পর যে কোনো ধরনের রাষ্ট্রীয় সফরে তাকে স্বাগত জানানো হবে না।লন্ডন সহনশীলতা, গ্রহণযোগ্যতা ও বৈচিত্র্যতার বাতিঘর। আর ট্রাম্প বিভিন্ন সময়ে যেসব মতামত দিয়েছেন তা লন্ডনবাসীর মূল্যবোধের সঙ্গে বেমানান।’

Print Friendly, PDF & Email