রবিবার, ৩রা জুন, ২০১৮ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ হামলার লক্ষ্যবস্তু শিয়া সাংস্কৃতিক কেন্দ্র ছিল বলে জানিয়েছে এনডিটিভি।

এ ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তি আহত হলেও সঠিক পরিসংখ্যান এখনও জানা যায়নি।

আজ বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

আফগান উপস্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘এ হামলার লক্ষ্য ছিল তাবায়ান সাংস্কৃতিক কেন্দ্র। সেখানে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের ৩৮তম বর্ষপূর্তি পালন করা হচ্ছিল। ‘

হামলার দায় কোনো পক্ষ এখনও স্বীকার করেনি।

সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সংবাদগুলো জানিয়েছে, এটি একটি আত্মঘাতী হামলা। হামলাটি আফগান নিউজ এজেন্সি নামে একটি সংবাদমাধ্যম এবং শিয়া সাংস্কৃতিক কেন্দ্রের আশপাশে হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশটিতে চালানো কয়েকটি হামলার ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
সূত্র : এনডিটিভি ও আল জাজিরা

Print Friendly, PDF & Email