শনিবার, ২রা জুন, ২০১৮ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

আজ খেলাঘরের দুইদিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব শুরু

নিজস্ব প্রতিনিধি : আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা কোমলমতি শিশু- কিশোরদের মধ্যে পৌছে দিতে দুইদিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব। আজ বিকাল ৫টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারে প্রধান অতিথি থেকে উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এতে বিশেষ অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদ। সন্ধ্যায় ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আগামীকাল শুক্রবার বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেট্রো পলিটান পুলিশের অতিরিক্ত কমিশনার ও মুখপাত্র, চীফ অব কাউন্টার টেরোরিজাম ও ইন্টারন্যাশনাল ক্রাইম ইউনিট, উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ্, নাসা গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক রঞ্জন চৌধুরী, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তী, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।
সভাপতিত্ব করবেন খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাপ্পা মজুমদারের জনপ্রিয় ব্যান্ড দলছুট।
Print Friendly, PDF & Email