স্মৃতিসৌধে পোপ ফ্রান্সিসের শ্রদ্ধা নিবেদন
---
সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার বিকেল ৪টা ৫মিনিটে সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। এরপর সফর সঙ্গীদের নিয়ে স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন ।
স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সেনা বাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, ঢাকার জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে পরির্দশন বহিতে স্বাক্ষর করেন পোপ ফ্রান্সিস। পরে স্মৃতিসৌধের ভিআইপি বাগানে নাগেশ্বর চাঁপা নামের একটি গাছের চারা রোপণ করেন তিনি।
তিন দিনের সফরে বৃহস্পতিবার দুপুরে মিয়ানমার থেকে ঢাকায় পৌঁছান পোপ ফ্রান্সিস। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।