সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০১৭ ইং ২০শে অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

বিচারকদের শৃঙ্খলাবিধির খসড়ায় আইনমন্ত্রীর স্বাক্ষর

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ৩০, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : অধস্তন আদালতের বিচারকদের বহুল প্রতীক্ষিত চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে বিধিমালার চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করেন তিনি। এর পর সেটি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়। সেখান থেকে তা রাষ্ট্রপতির দফতরে পাঠানো হবে।

রাষ্ট্রপতি বিধিমালার চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করলে তা আইন মন্ত্রণালয়ে পৌঁছলে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে কোর্ট সূত্র।

বুধবার রাতে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক যুগান্তরকে বলেন, অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির খসড়া সুপ্রিম কোর্টে পাঠানো হয়।

সুপ্রিম কোর্ট থেকে গত সোমবার এটি মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইনমন্ত্রীর স্বাক্ষর শেষে গেজেটটি প্রধানমন্ত্রীর দফতর হয়ে রাষ্ট্রপতির দফতরে যাবে। এর পর রাষ্ট্রপতির দফতর থেকে আইন মন্ত্রণালয়ে এলে সেটি গেজেট আকারে প্রকাশ করা হবে।