আশুগঞ্জ পৌরসভা দাবি : মানববন্ধন, বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান
---
আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলাকে দ্রুত পৌরসভায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ গোলচত্তর এলাকায় জাগ্রত আশুগঞ্জবাসী নামে একটি সংঘঠনের উদ্যোগে এই মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আশুগঞ্জ উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের শহ¯্রাধীক লোকজন অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌছে দেয়ার জন্য একটি স্বারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে জাগ্রত আশুগঞ্জবাসীর আহবায়ক হাজী সফিউল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব ঈসা খান, সদস্য হেবজুল বারী, মোবারক আলী চৌধূরী হাজী সাইদুর রহমান, মোশারফ মুন্সি, চিকিৎসক আব্দুল্লাহ আল মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, মোবারক আলী চৌধূরী, ইলিয়াস আলী, আতাউর রহমান কবীর, আজাদুর রহমান স্বপন, মারুফ আহমেদ রনি, মঈম শিকদার, তারভীর প্রমূখ।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে আশুগঞ্জে একটি জনসভায় উপস্থিত থেকে আশুগঞ্জ উপজেলাকে পৌরসভা করার ঘোষণা দেন। তবে দীর্ঘদিন অতিবাহিত হলেও এই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। তাই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত আশুগঞ্জ পৌরসভা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান বক্তারা।