যেকোন মুহূর্তে ধ্বংস হয়ে যাবে মানব-সভ্যতা!
---
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, যেকোন মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে মানব-সভ্যতা! যেভাবে ক্রমশ ভয়াবহ হচ্ছে বিশ্ব পরিস্থিতি তাতে প্রবল বিস্ফোরণে লাভা উগরে বিশ্বের মেরুদণ্ড- মাউন্ট আগুং ভেঙে পড়তে পারে। প্রবল ধোঁয়া ও গরম ছাইয়ের স্রোত যেভাবে বালি মাউন্ট আগুংয়ের জ্বালামুখ থেকে বের হচ্ছে, তাতে অশনি সঙ্কেত দেখছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক দিনের মধ্যে আরো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাতে করে ওই এলাকার মানব সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে!
মাউন্ট আগুং-কে বালিবাসী বিশ্বের মেরুদণ্ডের সঙ্গে তুলনা করে থাকেন। সেই মেরুদণ্ড জ্বলতে শুরু করেছে। তাতেই ছড়িয়েছে আতঙ্ক। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জানাচ্ছে, আগ্নেয়গিরির ভয়াবহ আকার দেখে বিমান চালনা বন্ধ করার পরিস্থিতি বেশ জটিল। আতঙ্কিত বহু মানুষ আশ্রয় নিয়েছেন বালি বিমান বন্দরে। রয়েছেন অনেক ভিনদেশি পর্যটকও। বালি মাউন্ট আগুংয়ের ভয়াবহ রূপ দেখে স্থানীয় ও আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত করা হয়েছে। এর জেরে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে প্রাচ্যের যাতায়াতে ধাক্কা লেগেছে।