সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০১৭ ইং ২০শে অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দর দিয়ে এবার তেল নিচ্ছে ভারত

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৯, ২০১৭

---

বিশেষ প্রতিনিধি : কয়েক দফায় চাল পরিবহনের পর এবার ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তেল নিতে যাচ্ছে ভারত।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে অপেক্ষমান এসব তেল বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।ভৈরব ও আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম  বলেন, গত রোববার (২৬ নভেম্বর) দুপুরে ২২০ মেট্রিক টন তেল নিয়ে এমভি শান্তিপুর নামে একটি জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে। ভারতের ইমামী এগ্রোটেক্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এ তেল পরিবহন করছে।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী ও তেল পরিবহনের দায়িত্বে থাকা মো. আক্তার হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে ভারতে তেল পরিবহন শুরু হবে। বুধবার বিকেল সোয়া ৫টা নাগাদ একটি ট্রাকে ১৩১৯টি কার্টনে প্রায় ১২ টন তেল উঠানো হয়েছে।