চিরনিদ্রায় শায়িত হলেন জিয়াউর রহমানের ভাই আহমেদ কামাল
            AmaderBrahmanbaria.COM
            
          
              নভেম্বর ২৬, ২০১৭
            
          ---
নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামালকে বগুড়ায় দাদার কবরের পাশে দাফন করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাসাবোয় ভাড়া বাসায় আহমেদ কামালের (৭০) মৃত্যু হয়। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন।
গত শুক্রবার জুমার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার প্রথম জানাজার পর সড়কপথে অ্যাম্বুলেন্সে করে কামালের কফিন নেয়া হয় গ্রামের বাড়ি বগুড়ার গাবতলীতে।
শনিবার সকাল সাড়ে ১০টায় গাবতলীর বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কামালের গ্রামের বাড়ি মহিষাবানে বেলা ২টায় আরেকটি জানাজা অনষ্ঠিত হয়। এরপর সেখানে দাদা কামাল হোসেন মণ্ডলের কবরের পাশে তাকে দাফন করা হয়।
 
         ‘চ্যাম্পিয়নস লিগের শিরোপা আমরা ডিজার্ভ করি’
‘চ্যাম্পিয়নস লিগের শিরোপা আমরা ডিজার্ভ করি’
                     মঙ্গলবার থেকে ধীরে ধীরে কমবে শৈত্যপ্রবাহ
মঙ্গলবার থেকে ধীরে ধীরে কমবে শৈত্যপ্রবাহ