মাশরাফির ব্যাটিং তাণ্ডব!
---
স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান বলেছিলেন, ‘ব্যাটিংটা মনযোগ দিয়ে করলে মাশরাফি ভাই হতেন বিশ্বের সেরা অল-রাউন্ডার। ‘ সেই দিন এখন অতীত।
কিন্তু আজও যে ব্যাটিংটা ভুলেননি তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের ম্যাচে। যার ভয়ে বিশ্বের তামাম বোলারদের হাঁটু কাঁপে সেই ক্রিস গেইল পর্যন্ত দর্শক হয়ে গেলেন মাশরাফির ব্যাটিংয়ের!
১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন রংপুরের দুই ওপেনার ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালাম। আল আমিনের বলে বোল্ড হওয়া কিউই হার্ডহিটার আজও বড় স্কোর করতে পারেননি। ২০ বলে করেছেন ১৫ রান। অধিনায়ক মাশরাফি ৩ নম্বরে নেমে গেইলের সঙ্গে ধুমধারাক্কা ব্যাটিংয়ে যোগ দেন। দুজনে মিলে তুলাধুনা করতে থাকেন চিটাগং বোলারদের।
মাত্র ১৭ বলে রংপুর অধিনায়ক করে ফেললেন ৪২ রান! বাউন্ডারি হাঁকালেন ৪টি। ওভার বাউন্ডারি ৩টি। আউট হলেন সানজামুলের বলে বোল্ড হয়ে।
অন্যপ্রান্তে গেইল তখন ৩০ রানে অপরাজিত। ম্যাশের তাণ্ডব দেখে গেইল নিশ্চয়ই আজ ম্যাচ শেষে বলবেন, ‘কেন ব্যাটিংটায় মনযোগ দিলে না ম্যাশ?’