সাইফুদ্দিনের ১ ওভারে ৩২ রান !
---
প্রথম তিন ওভারে দিয়েছিলেন ১৮ রান। টি-টোয়েন্টির বিচারে পরিসংখ্যানটা দুর্দান্ত বলতেই হবে। তবে এক ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনের সব অর্জন ম্লান করে দিলেন ড্যারেন স্যামি। সাইফুদ্দিনের করা ইনিংসের শেষ ওভারে রাজশাহী কিংসের অধিনায়ক নিলেন ৩২ রান। তাতে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ১৮৫। ১৪ বলে ৪৭ রান করেন স্যামি। শেষ ছয় বলে নিয়েছেন ৩২ রান!
১৯ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ ছিল ১৫৩। ছয় বলে বড়জোর দশ-বারো রান হিসাব করে রানটাকে ১৬০-১৬৫ এর মধ্যেই ভেবে রেখেছিলেন রাজশাহীর সমর্থকরা। শেষ ওভারে চারটি ছক্কা মেরে পুরো হিসাবটাই বদলে দিলেন স্যামি। প্রথম বলটি চার হওয়ার পর দ্বিতীয় বলটি ওয়াইড করেছিলেন সাইফুদ্দিন। তৃতীয় বলেই ছয় হাঁকান স্যামি! পরের বলে দুই রান। স্যামির রুদ্রমূর্তি দেখে চতুর্থ বলটি ওয়াইড করে বসেন সাইফুদ্দিন। পরের বলে আবার বিশাল এক ছয়। ষষ্ঠ বলটি আবার ওয়াইড করেন টাইগার পেসার। শেষ বলে ছক্কা মেরে রাজশাহীর স্কোরটাকে ১৮৫ তে নিয়ে যান স্যামি। সেই ওভারে ৩৪ রান দিয়ে বিপিএলের ইতিহাসে সবচেয়ে খুরুচে বোলারের রেকর্ড গড়েন সাইফুদ্দিন।
গত দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি সিরিজে ম্যাচে সাইফুদ্দিনের করা এক ওভারে পাঁচটি ছক্কা মেরেছিলেন ডেভিড মিলার। সেই ওভারে ৩১ রান দেন এই টাইগার অলরাউন্ডার। আজ ৪ ওভারে তিনি দিয়েছেন ৫০ রান।
বিপিএলে এর আগে এক ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছিলেন নাজমুল হোসেন মিলন। ২০১৩ সালে সিলেট রয়েলসের বোলারের এক ওভারে ক্রিস গেইল নিয়েছিলেন ২৯ রান। এতদিন এটিই সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে ছিল। আজ মিলনের দুঃখ কিছুটা হলেও কমিয়ে দিলেন সাইফুদ্দিন!