বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ আর্ন্তজাতিক স্বীকৃতি পাওয়ায় নাসিরনগরে আনন্দ শোভাযাত্রা
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড আর্ন্তজাতিক রেজিষ্টারে অর্ন্তভূক্তি ও বিশ্ব প্রমাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় সরকারিভাবে নাসিরনগরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের নেতৃত্বে উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,রাজনীতিক নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা,সাংস্কৃতিক ব্যক্তি,এনজিও কর্মী,স্কুল-কলেজের শিক্ষক-ছাত্রছাত্রিসহ বিভিন্ন পর্যায়ের শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহনে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
আরও : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে—ধারণা চিকিৎসকের
থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,জেলা পরিষদ সদস্য হ্জ্বাী ফারুকুজ্জামান,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম,চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,গোর্কণ ইউপি চেয়ারম্যান মোঃ হাছান খান,ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া,হরিপুর ইউপির চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোঃ দ্বীন ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ,বাংলাদেশ আওয়ামী প্রজম্ম লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইখতেশামুল কামাল,ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায় প্রমূখ আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণভাবে এই কর্মসূচী উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সর্তকাবস্থায় ছিল। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও নাসিরনগর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ শোভাযাত্রা বের করে। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর শিশুদের কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এদিকে এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রা বের করে।