মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০১৭ ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ভাষণ ইউনেঙ্কোর স্বীকৃতি লাভ করায় ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ শোভাযাত্রা

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৫, ২০১৭
news-image

---

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন ইউনেঙ্কো কর্তৃক বিশ্ব প্রমান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় ব্রাহ্মণবাড়িয়া আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) ১১টায় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পৌর মুক্ত মঞ্চে গিয়ে জড়ো হয়। সেখানে এক আলোচনার সভার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িা সদর ৩ আসনের সাংসদ সদস্য র,আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

র‌্যালিতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি সহ সামাজিক সাংঙ্ককিত রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ কয়েক হাজার লোক অংশগ্রহণ করে।