সদর উপজেলা জাতীয় কৃষক পার্টির কমিটি গঠন
---
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জাতীয় কৃষক পার্টির কমিটি গঠনকল্পে একসভায় জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহেদুল হক ওয়াহাব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ (ব্রাহ্মণবাড়িয়া- বিজয়নগর) এর জাতীয় পার্টির মনোনীত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী এডঃ রেজাউল ইসলাম ভূইয়া বলেন, আগামী নির্বাচনে জাতীয় কৃষক পার্টি প্রত্যেকটি ইউনিয়নে সংগঠনকে শক্তিশালী করে হুসাইন মুহম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করবেন বলে আমি বিশ্বাস করি। তিনি আরো বলেন, জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হলে সংগঠনের কোন বিকল্প নেই। তাই সকলকে দলের আনুগত্য থেকে একযোগে কাজ করার আহবান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব নাসির আহমেদ খান, সৈয়দ মোকাব্বের, জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য শেখ মোঃ ইয়াছিন, মোঃ আনিছ খান।
বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জেনহারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সাহেদুর রহমান সাহেদ, হাজী মামুন খান, মোঃ মাহফুজ মিয়া, মোতাহার হোসেন, মাসুদ রানা, দুলাল মোল্লা, সৈয়দ রুহুল আমিন, জেলা যুব সংহতির যুগ্ম সম্পাদক আজিম খান বাবু, ছাত্রনেতা জালাল উদ্দিন ভূইয়া, মোঃ শাহীন আলম, মোজাম্মেল হোসেন মোজাম, হামদু মিয়া প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ কাশেম হাজারীকে সভাপতি, মোঃ হারুন মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জাতীয় কৃষক পার্টির কমিটি ঘোষণা করা হয়।